Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোকবার্তা: সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকা স্মরণ প্রধানমন্ত্রীর


১৪ জুলাই ২০১৯ ১০:০৯

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এরশাদ আর নেই

শেখ হাসিনা তার শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে হুসেইন মুহম্মদ এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন।

এছাড়া প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘদিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বুধবার (২৬ জুন) সিএমএইচ-এ ভর্তি হন এরশাদ। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এছাড়া এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম শোক জানিয়েছেন। পাশাপাশি তারা বিদেহী আত্মার মাহফিরাত কামনা ও  শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমআই

আরও পড়ুন: এরশাদ এপিসোড: ১৯৩০-২০১৯

জাপা চেয়ারম্যান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর শোক শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর