সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লাখো মানুষ
১৪ জুলাই ২০১৯ ১৪:০৬
সুনামগঞ্জ: টানা সাত দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১ লাখ ৪ হাজার মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবারের চেয়ে নদীর পানি ৬ সেন্টিমিটার কমলেও হাওর এলাকায় পানি বাড়ছে। নিচু অঞ্চলের ঘরবাড়িগুলোতে বন্যার পানি ঢুকে পড়েছে। ইতোমধ্যে ছয়টি উপজেলার ২১ হাজার ৫০০ ঘরবাড়ি ও ২৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্ন উপজেলার বেশিরভাগ সড়ক ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে।
দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের ২ লক্ষ ৫০ হাজার টাকা, ৪ লাখ ১০ হাজার মেট্রিকটন চাল ও শুকনা খাবার দেয়া হয়েছে।
সারাবাংলা/ওএম