Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে চবিতে মানববন্ধন


১৪ জুলাই ২০১৯ ১৮:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে পারলে ধর্ষণের ঘটনা কমে যাবে। আমাদের চারপাশে শিশুদের এ বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে। বর্তমানে এই পরিস্থিতিতে প্রতিটি নারী অনিরাপত্তায় ভোগেন। আর প্রতিটি মেয়েকেও এই বিষয়ে সচেতন হতে হবে।’

মানবন্ধনে সংহতি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইয়াকুব আলী বলেন, ‘ধর্ষণের ঘটনা এখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। আমাদের শিক্ষার মধ্যে যদি নৈতিক শিক্ষা নিশ্চিত করতে না পারি; নিজেদের মধ্যে যদি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, ভালোবাসা গড়ে তুলতে না পারি তাহলে এ সমস্যাটা সাময়িক আইন দিয়ে হয়তো নিয়ন্ত্রণ ও ধামাচাপা দেওয়া যাবে।’

বিজ্ঞাপন

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন শামসুন্নাহার হলের প্রভোস্ট লায়লা খালেদা আঁখি। তিনি বলেন, ‘ধর্ষকদের অল্প সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারলে ধর্ষণের ঘটনা কমে আসবে। কার্যকরী পদক্ষেপ নিলে ধর্ষণকারীরা ভয় পাবে। কিছুদিন আগেও আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়ে বাসে নানারকম যৌন হয়রানি শিকার হয়েছে। কিন্তু অপরাধীদের বিচার হয়েছে কিনা আমরা জানতে পারিনি।’ অপরাধীদের গ্রেফতার করা হলেও আইন ফাঁকি দিয়ে বের হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/সিসি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর