চিকিৎসার নামে স্বেচ্ছাচারিতা বন্ধ করার আহ্বান ‘নাগরিক উদ্যোগে’র
১৪ জুলাই ২০১৯ ২০:৪১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে চিকিৎসার নামে স্বেচ্ছাচারিতা বন্ধ করার আহবান জানিয়েছে ‘নাগরিক উদ্যোগ’ নামে একটি সংগঠন। একইসঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীদের হয়রানির সঙ্গে জড়িত ডাক্তারসহ সংশ্লিষ্ট সবার লাগাম টেনে ধরারও আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৪ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর সঙ্গে তার দফতরে এক মতবিনিময় সভায় সংগঠনের উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন এই আহ্বান জানান।
সুজন বলেন, ‘চট্টগ্রামের মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এটা অস্বীকার করার উপায় নেই। হাসপাতালে পর্যাপ্ত শয্যা নেই। মেঝেতে-বারান্দায় শুয়ে সেবা নিতে হয়। এটা অমানবিক। সরকার ওষুধ দিচ্ছে, যন্ত্রপাতি দিয়েছে। চিকিৎসক, নার্স, আয়া সবই আছে, নেই শুধু সেবাটা। একদিকে আছে ডাক্তারদের স্বেচ্ছাচার, অন্যদিকে দালালচক্রের দৌরাত্ম।’
‘প্রাইভেট ক্লিনিকগুলোতে অযথা টেস্টের নামে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। অযথা বিল আদায় করা হচ্ছে। দুর্ব্যবহার, টাকার জন্য লাশ আটকে রাখার মতো ঘটনাও ঘটছে। এছাড়া ভুল চিকিৎসার শিকারও হচ্ছে মানুষ। এটা এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি। এর থেকে মানুষকে মুক্তি দেওয়া জরুরি।’ বলেন খোরশেদ আলম সুজন
এসময় সরকারি-বেসরকারি সকল হাসপাতালকে কঠোর নজরদারির মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সিভিল সার্জনও নাগরিক উদ্যোগের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের মানুষকে পর্যাপ্ত ও নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। তবে বিপুল পরিমাণ রোগীর বিপরীতে জনবল এবং আনুষাঙ্গিক সুবিধারও ঘাটতি আছে। সেজন্য অব্যবস্থাপনা হয়।’
এসময় অন্যান্যের মধ্যে- রাজনীতিক হাজী মো. ইলিয়াছ ও আব্দুর রহমান মিয়া, সংগঠনের সদস্য সচিব হাজী মো. হোসেন, সংগঠক সাইদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, মোরশেদ আলম, এজাহারুল হক, দেলোয়ার হোসেন সিরাজ, মো. শাহজাহান, সোলেমান সুমন, জাহেদ আহমদ চৌধুরী, জমির উদ্দিন মাসুদ, সমীর মহাজন লিটন, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, শিশির কান্তি বল, স্বরূপ দত্ত রাজু উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/এমও