Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার বিমানের ২ কর্মী রিমান্ডে


১৪ জুলাই ২০১৯ ২১:২৯

ছবি: ফাইল

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি স্বর্ণসহ গ্রেফতার বাংলাদেশ এয়ারলাইন্সের দুই ট্রাফিক হেলপারের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ জুলাই) বিকালে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- এমদাদ হোসেন চৌধুরী ও মো. আবদুর রহিম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক স.ম কাইয়ুম আসামিদের আদালতে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুল কামাল মন্ডল রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানায়। বিচারক শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে ৫ দিনের রিমান্ডে পাঠান।

এর আগে গত শনিবার (১৩ জুলাই) দুপুরে ওই বিমানকর্মীদের ৩৮টি স্বর্ণবারসহ হাঙ্গার গেইটের বাইরে থেকে আটক করা হয়। স্বর্ণের ওই বারগুলোর বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

ওই ঘটনায় বিমানবন্দর থানার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতায় আইন ও অবৈধ শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে স্বর্ণ পাচারের অপরাধে মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/পিটিএম

বিমানকর্মী রিমান্ড স্বর্ণ চোরাচালান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর