Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ছাত্রী ধর্ষণ: মাদরাসা অধ্যক্ষ ৫ দিনের রিমান্ডে


১৪ জুলাই ২০১৯ ২২:০৭

নারায়ণগঞ্জ: ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুল হুদা ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা আল আমিনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ জুলাই) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর আগে গত ৭ জুলাই ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ৪ জুলাই সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে বাইতুল হুদা ক্যাডেট মাদরাসা থেকে মাওলানা আল আমিন আটক করে র‌্যাব-১১। এসময় অভিযুক্ত ওই শিক্ষকের মোবাইল ও কম্পিউটার থেকে একাধিক অশ্লীল ভিডিও জব্দ করে র‌্যাব। পরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা এবং ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের হয়।

মাওলানা আল আমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূঁইয়াপাড়া এলাকার রেনু মিয়ার ছেলে। সে বাইতুল হুদা ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। একই সঙ্গে তিনি ফতুল্লা এলাকায় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

সারাবাংলা/পিটিএম

ছাত্রী ধর্ষণ-নির্যাতন নারায়ণগঞ্জ মাদরাসা অধ্যক্ষ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর