Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা এরশাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন


১৫ জুলাই ২০১৯ ১১:৪০

ঢাকা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন।

সোমবার (১৫ জুলাই) হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা উপলক্ষে সকাল থেকে সংসদ ভবন এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে আনা হয় জাতীয় পতাকায় মোড়া এরশাদের মরদেহ। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেন দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

বিজ্ঞাপন

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জি এম সিরাজ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য ফজলে নূর তাপস, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশান এরশাদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘এরশাদ খুব ভালো মানুষ ছিলেন। আমার দৃষ্টিতে এরশাদ মানুষ হিসেবে চমৎকার ছিলেন। তার ব্যবহার সবাইকে মুগ্ধ করেছে। রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা চলে যাওয়ার পরও বার বার তিনি নির্বাচিত হয়েছেন। মানুষের জীবনে উত্থান পতন আছে এরশাদের জীবনেও তাই হয়েছে। তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন। তিনি একজন সামরিক শাসক ছিলেন। পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা যে সামরিক শাসক থেকে রাজনীতিবিদ হয়েছেন। রাজনীতিতে টিকে রয়েছেন। ৯১ এর নির্বাচনে এবং ৯৬ এর নির্বাচনে পাঁচটি করে আসন পেয়েছেন। বিরোধীদলের নেতা হিসেবে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী একজন নেতা ছিলেন।’

বিজ্ঞাপন

জানাজা শেষে তার স্ত্রী রওশন এরশাদ বলেন, তার ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা করবেন। কারও কাছে এরশাদের কোনো পাওনা থাকলে তাও জানাতে বলেন তিনি।

এরশাদ কোনো অপরাধ করে থাকলে, কারও মনে আঘাত দিলে তা ক্ষমা করে দিতে অনুরোধ করেন তার ছোটভাই ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

জানাজা শেষে এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হয় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে।

সারাবাংলা/এসএমএন

এরশাদ জাতীয় পার্টি দক্ষিণ প্লাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর