প্রিজন ভ্যানে হামলার মামলায় গ্রেফতার ২০০
৪ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩১
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: সুপ্রিমকোর্টের গেটে পুলিশের উপর হামলা চালিয়ে প্রিজন ভ্যান থেকে দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রায় ২০০ জনকে গ্রেফতার করেছে শাহবাগ ও রমনা থানা পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একুশে বইমেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘জননিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক। সবাই দেশের আইন মেনে চলেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মানুষের নিরাপত্তা রক্ষা ও রাজধানীর শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএমপি, ডিবি, সিটিসহ সবকয়টি ইউনিট সমন্বয় করে কাজ করছে।’
তিনি আরও বলেন, কোনো গ্রেফতার তৎপরতা চলছে না। যাদের গ্রেফতার করা হচ্ছে, সেগুলো নিত্যদিনের কাজের অংশ। সুপ্রিমকোর্টের গেটের সামনে পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যান থেকে দুজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনাটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ঘটানো হয়েছিল। এ অপতৎপরতা যারা করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাদের অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।’
৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কোনো কিছুই হবে না। কোন অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। যে আগুন সন্ত্রাস একবার শুরু হয়েছিল, সেটি আর পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
আছাদুজ্জামান মিয়া বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক বই মনিটরিংয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক বই প্রকাশ করে তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। কিন্তু গোয়েন্দাদের কাজ তো আর আপনারা দেখতে পারবেন না।
ডিএমপি কমিশনার বলেন, মেলা এলাকায় শ্লীলতাহানীসহ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। মেলায় আসা সবাইকে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হচ্ছে। সবাইকে মেটাল ও ফিজিক্যাল তল্লাশির মধ্যদিয়ে মেলায় প্রবেশ করতে হচ্ছে।
সারাবাংলা/ এসআর/এমএইচ/একে