Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পানিবন্দি ৮০টি গ্রামের মানুষ, বাড়ছে ভয়


১৫ জুলাই ২০১৯ ১৪:১৪

বগুড়া: বগুড়ায় বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সারিয়াকান্দি, সোনাতালা ও ধুনট উপজেলার ৮০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পানিবন্দি ৮০টি গ্রামে ১৪ হাজার ৬০টি পরিবার রয়েছে। মোট লোক সংখ্যা ৫৭ হাজার ২৮০ জন।

বিজ্ঞাপন

এছাড়া যমুনার পাশাপাশি বাঙালী নদীর পানিও বাড়ছে। যমুনা তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ায় এসব এলাকার অনেক লোকজন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিচ্ছেন। সেখানে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শৌচাগার এবং গো খাদ্যের।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানিয়েছে, তিনটি উপজেলায় ৮ হাজার ৫০৩ হেক্টর জমির ফসল পানির নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনার পানি আরও বাড়ার সম্ভবনা রয়েছে। তবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে চিন্তার কারণ নেই।

সারাবাংলা/এটি

বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর