সুইডেনে বিমান দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
১৫ জুলাই ২০১৯ ১৪:২৯
সুইডেনের উত্তরাঞ্চলের উমেয়ায় বিমান দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
রোববার (১৪ জুলাই) স্থানীয় সময় বেলা ২ টায় স্কাইডাইভারদের নিয়ে একটি জিএ৮ মডেলের এয়ারভ্যান উমেয়া বিমানবন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।
পুলিশের মুখপাত্র বিবিসিকে জানান, বিমানটি বিধ্বস্ত হয় উমেয়া নদীর একটি দ্বীপে এবং আরোহীদের সকলেই সুইডেনের নাগরিক ছিলেন।
সুইডেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার য়াগে প্রত্যক্ষদর্শীরা বিমান থেকে কয়েকজনকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিতে দেখেছিল। প্রাথমিকভাবে জানা গেছে, স্কাইডাইভিইয়ের জন্য আরোহীরা বিমানে প্যারাসুট নিয়ে উঠেছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী পিটার লারসন স্থানীয় এক পত্রিকাকে বলেছেন, অস্বাভাবিক এক শব্দ শুনে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি, একটি বিমান আকাশে লাটিমের মতো ঘুরছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় কোন বিমানের পরিবেশনা কিন্তু কিছুক্ষণ পর আমি বুঝতে পারি যে নিশ্চয়ই কোন সমস্যা হয়েছে।
এ দুর্ঘটনায় সুইডেনের রাজা কার্ল গুস্তাভ এক ফেসবুক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
সারাবাংলা/একেএম