Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমরান ও ইন্দিরার শ্রদ্ধা


১৫ জুলাই ২০১৯ ১৫:১৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়া ইমরান আহমদ ও ফজিলাতুন্নেছা ইন্দিরা।

সোমবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী এবং ইন্দিরা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় নিয়োগ পান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এতদিন কোনো মন্ত্রী ছিলেন না। সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ইমরান ১৯৮৬ সাল থেকে ছয় বার সংসদে প্রতিনিধিত্ব করছেন। তার স্ত্রী অধ্যাপক নাসরিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য।

মুন্সিগঞ্জের মেয়ে ফজিলাতুন্নেছা ইন্দিরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি ইডেন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি টানা তৃতীয়বার সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে রয়েছেন। ১৩ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই দুজনকে শপথ পড়ান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়। এরপর পাঁচ মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন এলেও নতুন কাউকে নেওয়া হয়নি। প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্যে বদলি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। এখন একজনের পদোন্নতি এবং আরেকজনের অন্তর্ভুক্তিতে মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর সংখ্যা হল ২৫ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যাও একজন বেড়ে ২০ জন হয়েছে। আর উপমন্ত্রীর সংখ্যা তিনজনই রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/জেএএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর