তিন জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
১৫ জুলাই ২০১৯ ১৮:৩৯
ঢাকা: সরকারের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাকি দুইজন হলেন- প্লাটিনাম জুবিলী জুট মিলস খুলনা বর্তমানে ব্যবস্থাপক (মহাব্যবস্থাপক) (উৎপাদন), খালিশপুর জুট মিলস্ লিমিটেডের মো. লিয়াকত হোসেন ও ব্যবস্থাপক শঙ্কর চন্দ্র ভূঁইয়া।
সোমবার (১৫ জুলাই) কমিশনের নির্ধারিক বৈঠকে এই চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, ২০১৬ সালের ৯ ডিসেম্বর খুলনার খালিশপুর (কেএমপি) থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১৩। মামলাটির তদন্ত করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ।
আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্লাটিনাম জুবিলী জুট মিলসে কর্মরত থেকে গত ২০১২ সালের ৩ মে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত সময়ের মধ্যে প্রতারণার মাধ্যমে মিলের ওয়েস্টেজ রোল স্তুপাকারে জমা করে।
এরপর ওই রোলের ওজন ইচ্ছাকৃতভাবে প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখিয়ে সরকার অনুমোদিত ঘাটতির চেয়ে মোট ১ হাজার ১১৬.৯১ মেট্রিক টন বেশি প্রসেস ঘাটতি দেখিয়ে সরকারের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা আত্মসাৎ করেন।
সারাবাংলা/এসজে/এমও