Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ছাত্রের বেশে মোবাইল ছিনতাই


১৬ জুলাই ২০১৯ ০০:৩০ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ০০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের সমাজতত্ত্ব বিভাগের একটি কক্ষ থেকে ছাত্র বেশে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রী সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৫ জুলাই) সকালে সমাজতত্ত্ব বিভাগের এক কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার অভিযোগ জানাতে বেশ কয়েকবার বিভাগীয় সভাপতি ও অনুষদের ডিন অফিসে গেলেও তাদের পাননি বলে জানিয়েছেন ওই ছাত্রী। ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রুপে একটি পোস্ট দেন।

ভুক্তভোগী জুহি সারাবাংলাকে বলেন, ‘আমি সকাল সাড়ে আটটার দিকে ক্লাসে যাই। আমার পিছে পিছে এক অপরিচিত ছেলেও ক্লাসরুমে প্রবেশ করে। ছেলেদের বেঞ্চে গিয়ে বসে। তাকে কোনদিন দেখিনি। অনিয়মিত ছাত্র মনে করেছিলাম। কিছুক্ষণ পর সে আমার সামনের সিটে এসে বসে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে। ক্লাস কখন শুরু হবে সেটাও আমাকে জানায়। কিন্তু আমি এড়িয়ে যাই। পরে সে আমাকে বলে, আপনার ফোন থেকে কি কল করা যাবে? আমি ভাবলাম হয়তো তার মোবাইলে ব্যালেন্স নেই। তাই আমি তার হয়ে আমার ফোন থেকে ডায়াল করলাম। সে ‘মনু ভাই’ নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেছে। ‘ভাই ভালো আছেন? কী করতেছেন?’ এটা বলার সঙ্গে সঙ্গে সে ক্লাস থেকে দৌড় দেয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি ভ্যাবাচ্যাকা খেয়ে তার পিছনে দৌড়ালাম। চোর বলে চিৎকার করলেও কেউ আমাকে সাহায্য করেনি। ওখানে এক সিনিয়র ভাই দাঁড়িয়ে ছিলেন তাও কিছু করলেন না। উল্টো আমার দিক ঢেকে থাকল। পরে আমি ডিন অফিসে গেলাম। উনি মাস্টার্সের ক্লাস নিচ্ছিলেন। বিভাগীয় সভাপতির কক্ষে গেলে অফিসের স্টাফ আমাকে বলে তিনি ব্যস্ত আছেন। এই নিয়ে পাঁচবার গিয়েছি কিন্তু কোনো সাড়া পাইনি।’

এই বিষয়ে জানতে চাইলে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ বলেন, ‘কোনো অভিযোগ আমি শুনিনি। যদি এরকম ঘটনা ঘটেই থাকে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা যাবে।’

সারাবাংলা/সিসি/এমআই

চবি মোবাইল ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর