ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শৈল্পিক প্রতিবাদ
১৬ জুলাই ২০১৯ ০২:২৯
দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ-নিপীড়ণের প্রতিবাদে শৈল্পিক প্রতিবাদ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ জানানো হয়।
তানভীর হাসান সৈকতের শৈল্পিক প্রতিবাদে একজন নারীকে একটি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় রাখা হয়। খাঁচার মধ্যে নারীকে রেখে নারীর বন্দিত্ব, অসহায় অবস্থা বোঝানো হয়। প্রতিবাদের একটি দৃশ্যে একজন নিপীড়িত নারীকে হাজির করা হয়। তার কথা শোনার পর ধর্ষকের কথা শোনা হয়। ধর্ষক বিদ্যমান বিচার ব্যবস্থা থেকে ছাড়া পেয়ে পুনরায় ধর্ষণ সংগঠিত করে। পরে জনতার রায়ে ধর্ষকের ফাঁসি দেওয়া হয়।
এ বিষয়ে আয়োজক তানভীর হাসান সৈকত সারাবাংলাকে বলেন, ‘আমরা ধর্ষককে জনতার মঞ্চে ফাঁসি দিয়েছি। এটা একটি প্রতিবাদের ভাষা। আমরা চাই রাষ্ট্র ধর্ষককে এইভাবে ফাঁসি দিক।
সারাবাংলা/কেকে/এমআই