Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বন্যার পানি বাড়ছেই


১৬ জুলাই ২০১৯ ১১:০৭

গাইবান্ধা: ভারি বর্ষণ ও পানির তীব্র স্রোতে গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া, খোলাহাটি ও ফুলছড়ির কাতলামারি, মাঝিপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে গেছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ২৫টি ইউনিয়নের ১৫৪টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে এক লাখ ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যার কারণে চরাঞ্চলের ২৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাা করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জেলার এ চার উপজেলার পানিবন্দী মানুষের জন্য ১২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।   জেলা প্রশাসনের থেকে ত্রাণ তৎপরতাও অব্যহত রয়েছে।

সারাবাংলা/এসএমএন

গাইবান্ধায় বন্যা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর