আরও ১২ হজ এজেন্সিকে তলব
১৬ জুলাই ২০১৯ ১১:০৯
ঢাকা: হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়ার কাজ শেষ না করায় আরও ১২টি হজ এজেন্সিকে তলব করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টায় সচিবালয়ে তাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে।
এর আগে, এ বছরের হজ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বাড়ি ভাড়া করেনি এমন আরও ৫৫টি এজেন্সিকে তলব করে হজ অফিস। তাদেরকে ১৫ জুলাইয়ের মধ্যে বাড়ি ভাড়ার কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো।
এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫০৮ জনের বিপরীতে ৭৯ হাজার ১৯৮ জনের ভিসা হয়েছে। এখনো ভিসা হওয়া বাকি ৪৭ হাজার ৭২৫ জন হজ যাত্রীর। আজ মোট ১১টি হজ ফ্লাইট রয়েছে এর মধ্যে ৪টি ফ্লাইটের হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনও ঢাকায় হবে।
হজ এজেন্সিগুলোর সংগঠন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সারাবাংলাকে বলেন, ‘এজেন্সিরা বাড়ি ভাড়া করেছে। কিন্তু সৌদি আরবের নতুন কিছু নীতিমালার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী হজের জন্য বাড়ি ভাড়া দিতে, সৌদি কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন লাগে। শেষ সময়ে অনেক বাড়ি এই অনুমোদনের জটিলতায় হজের অনলাইন সিস্টেমে যুক্ত হতে পারছে না।’ তবে প্রায় সবগুলো এজেন্সিই বাড়ি ভাড়া করেছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসজে/এমও