Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মক্কায় বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু


১৬ জুলাই ২০১৯ ১২:২৮

মক্কা: সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে যাওয়া এক বাংলাদেশি নারী মারা গেছেন। এ নিয়ে মোট ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

মক্কায় বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বেগম তাহমিনা নাসরিন (৪৮)। তাঁর পাসপোর্ট নম্বর বিএন 0274722। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ।

বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মাকসুদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত এক নারীসহ পাঁচ বাংললাদেশি হজযাত্রী মারা গেছেন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান তারা।

এর আগে সোমবার (১৫ জুলাই) মক্কা নগরীর আল মোকাররমা এলাকায় মারা যান বাংলাদেশি এম এফ এম আফজাল হোসাইন।

গত ৪ জুলাই থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ২৫৩ জন বাংলাদেশি হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৬৪৯ জন সৌদি আরবে গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএমএন

সৌদি আরব হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর