Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার এইচএসসি’র ফল


১৬ জুলাই ২০১৯ ১২:৪৪ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বুধবার (১৭ জুলাই) প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় প্রতিটি কলেজ থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড কমিটি জানায়, বুধবার সকাল ১০টায় প্রথমে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের খুঁটিনাটি বিষয় জানানো হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে ইআইআইএন নম্বর এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) প্রবেশ করে আলিম পরীক্ষার ফল পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এবার ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন।

সারাবাংলা/টিএস/এমও

উচ্চ মাধ্যমিক এইচএসসি টপ নিউজ পরীক্ষার ফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর