Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে তরুণী ধর্ষণের অভিযোগ, আটক ২


৪ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : ঢাকার বনানী এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে বনানীর ১৩ নম্বর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন রাজীব আহমেদ (২৭) ও রুবেল হোসেন (২৭)।

রাজীবের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি চরডিগি এবং রুবেলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।

বনানী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) বিএম ফরমান আলী সারাবাংলা‌কে জানান, এক‌টি রেস্ট হাউজ থে‌কে তা‌দের আটক করা হ‌য়ে‌ছে। বাকি অ‌ভিযুক্ত‌দের আটকের জন্য এখনও অ‌ভিযান চল‌ছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান সারাবাংলা‌কে জানান, এখনো প্রধান অ‌ভিযুক্ত‌কে আটক করা যায়নি। তা‌কেই গ্রেফতা‌রে এখন অ‌ভিযান চালা‌নো হ‌চ্ছে।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর