Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিকাকে ডেকে এনে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার


৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৪
মেডিকেল করেসপন্ডেন্ট

ঢাকা:  টঙ্গীর তুরাগে (১৭) বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। তাকে বাড়িতে ডেকে এনে প্রেমিক ও তার বন্ধুরা গণধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

শারীরিক পরীক্ষার জন্য সোমবার ভোরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন দুলাল হোসেন জানান,  গত ৩ ফেব্রুয়ারি তুরাগ ধৌর এলাকায় গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী।

তিনি স্থানীয় একটি এম্ব্রয়ডারী কারখানায় চাকরি করেন।

তার প্রেমিকের নাম জাহিদুল (২০)। তাদের মধ্যে দুই বছরের প্রেমের সম্পর্ক। গত শনিবার ওই কিশোরীকে বাড়িতে নিয়ে যায় জাহিদ। সেখানে তার বন্ধু সানজিদ (২১) ও আশিক (২০) সহ তিনজন তাকে ধর্ষণ করে।

এই ঘটনায় রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ওই কিশোরী বাদী হয়ে একটি মামলা দায়ে করে। এ ঘটনায় প্রেমিক জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএসআর/টিএম

ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর