Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যাপক ফারুককে হুমকির প্রতিবাদে চবিতে মানববন্ধন


১৬ জুলাই ২০১৯ ২১:৩০

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ব ম ফারুককে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

‘গবেষণা স্বাধীনতা চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গবেষণার ফলাফল নিয়ে কারও আপত্তি থাকলে, আলোচনা হতে পারে। সেটা নিয়ে হুমকি কেন? গবেষণাতে স্বাধীনতা থাকলে যে কোনো রেজাল্ট আসতে পারে। জনস্বার্থে ও জনকল্যাণে গবেষণা আসতে পারে। গবেষণা আমাদের সচেতনতা বাড়িয়ে দেয়। গবেষণা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিতে হবে। যে বিশ্ববিদ্যালয় গবেষণা দায়িত্ব নেয় না, সে বিশ্ববিদ্যালয় গবেষণা গুরুত্ব বোঝে না।

তারা আরও বলেন, গবেষণার স্বাধীনতা সব জায়গায় তৈরি করতে হবে। একটা দেশ চালাতে হলে, গবেষণার প্রয়োজন। আমরা চাই স্বাধীন গবেষণা ক্ষেত্র। প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র দেওয়ান তাহমিদ সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মু. গোলাম কবীর, একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের প্রভাষক হাসান তৌফিক ইমাম।

সারাবাংলা/সিসি/এটি

খাদ্যে ভেজাল গবেষণা চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর