Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০২১ সাল থেকে বিদ্যালয় ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক’


১৭ জুলাই ২০১৯ ০৮:২৩

ছবি: ফাইল

ঢাকা: দক্ষ জনশক্তি গড়ে তুলতে ২০২১ সাল থেকে দেশের সকল বিদ্যালয় ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস- ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান শিক্ষামন্ত্রী ।

তিনি বলেন, ‘ বাংলাদেশে প্রতি বছর ২২ লাখ লোক শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কর্মসংস্থানের জন্য যে পরিমান দক্ষতা প্রয়োজন, অনেক সময় সেটা তাদের থাকে না। ফলে এদের অধিকাংশই দক্ষতা নিয়ে কর্মবাজারে বা শ্রমবাজারে প্রবেশ করে না। ফলে, তাদের কর্মসংস্থান ঠিকমত হয় না। পাশাপাশি দেশে যে পরিমান উৎপাদনশীলতা থাকার কথা, অভিষ্ঠ লক্ষ্য অর্জনে যেভাবে এগিয়ে যাওয়ার কথা, সেই কাজটিও ব্যাহত হয়।’

তিনি আরও বলেন, ‘দক্ষ জনশক্তির অভাবে দেশে ও বিদেশের শ্রমবাজারে আমাদের শ্রমশক্তির মান তেমনভাবে গ্রহণযোগ্যতা পায় না। আমাদের কর্মীরা বিদেশ অনেক পরিশ্রম করছেন কিন্তু শ্রমের যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না দক্ষতার অভাবে। যে কোনো প্রতিযোগিতায় দক্ষতার বিকল্প নেই, দক্ষতা প্রয়োজন জীবনব্যাপী। কাজেই আমাদের দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২৩ সালের মধ্যে দেড় কোটি তরুণের কর্মসংস্থান এর লক্ষ্য নির্ধারণ করেছেন। আর এই লক্ষ্যে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। দেশে সাধারণ বিদ্যালয়গুলোতেও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী বছর থেকে ৬৪০টি বিদ্যালয় কারিগরি শিক্ষার অন্তর্ভুক্ত করা হচ্ছে। ২০২১ সাল থেকে সকল বিদ্যালয় ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তভূর্ক্ত করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি প্রাথমিক ধারণা দেওয়া হবে এবং নবম-দশম শ্রেণীতে একটি বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহন করতে হবে।’

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘কর্মসংস্থানের জন্য শিক্ষিতসহ সকল যুব সমাজই অন্তর্ভূক্ত। এই শিক্ষিত যুবকদের শিক্ষাটা কোন কাজে লাগে না, যদি বিশেষ কোন দক্ষতা না থাকে। কোনো শ্রমিক যদি বিশেষ দক্ষতা অর্জন না করে বিদেশে যায়, তাহলে তারা বিদেশে ভালো মূল্য পায় না। বেতন বেশি পেতে হলে দক্ষতা প্রশিক্ষণ নিয়েই তা অর্জন করতে হয়। আজকের দিনে অদক্ষ কর্মীর মূল্য নেই। বিদেশে যারা যাবে তাদের দক্ষ হয়ে যেতে হবে।’

সভাপতির বক্তৃতায় সাজ্জাদুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। দেশের ব্যাপক অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী বিশ্বে সফল রাষ্ট্রনায়ক হিসাবে পরিচিতি লাভ করেছেন। বিগত দশ বছরে দেশের অর্থনৈতিক ব্যাপক উন্নতি হয়েছে। এই উন্নতির ধারা অব্যাহত রাখতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।’

সারাবাংলা/ওএম

২০২১ সাল থেকে কারগরি শিক্ষা বাধ্যতামূলক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর