সিলেটে এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
১৭ জুলাই ২০১৯ ১৪:২৯
সিলেট: এইচএসসি পরীক্ষায় সিলেটে পাসের হার বেড়েছে। এবার এ বোর্ডে পাসের হার ৬৭.০৫ শতাংশ। গতবার পাশের হার ছিল ৬২.১১ শতাংশ।
একইসঙ্গে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী। গতবছর এ সংখ্যা ছিল ৮’শ ৭৩ জন।সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ সারাবাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, এবছর সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬ হাজার ২৫১ জন। এর মধ্যে ছেলে ৩৪ হাজার ৬৪৯ জন এবং মেয়ে ৪১ হাজার ৬০২ জন।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৫১ হাজার ১২৪ জন। এর মধ্যে ছেলে ২২ হাজার ৪৯০ জন এবং মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৬৩৪ জন।
আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার বেড়েছে, বেড়েছে জিপিএ-৫
এবছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।
সারাবাংলা/আইই