Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসিতে বিদেশ কেন্দ্রে পাস ৯৪.০৭%


১৭ জুলাই ২০১৯ ১৫:৩৬ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৬:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাস করেছে ৯৪.০৭ শতাংশ শিক্ষার্থী।

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার সরকারি বাসভবন গণভবনে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদেশে প্রতিষ্ঠানের সংখ্যা ছিল আটটি। কেন্দ্রও ছিল আটটি।

এই আটটি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭০ জন। এদের মধ্যে পাশ করেছে ২৫৪ জন। পাসের হার ৯৪.০৭ শতাংশ। বিদেশ কেন্দ্র থেকে জিপিএ ৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।

চলতি বছরে এইচএসসি পর্যায়ে ৭৩.৯৩ ভাগ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৭,২৮৬ পরীক্ষার্থী। এদের মধ্যে দেশের ৮টি শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭১.৮৫ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ৪১,৮০৭ জন।

বিজ্ঞাপন

এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ, যাতে জিপিএ-৫ পেয়েছে ২,২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে ৩,২৩৬ জন শিক্ষার্থী।

সারাবাংলা/এজেড/পিটিএম

এইচএসসি পাসের হার বিদেশ কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর