Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তরায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার


১৮ জুলাই ২০১৯ ০০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১ নাম্বার রোডে দুই বাড়ির মাঝখানের ফাঁকাস্থান থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, মৃতদেহের দুটি পা ভাঙ্গা। লাশ অর্ধগলিত হওয়ায় বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, উপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এছাড়া অন্য কোন বিষয় আছে কিনা, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের নাম ঠিকানা এখনও জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ওএম

অজ্ঞাত উত্তরা মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর