বাংলাদেশের ১০০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দেবে ভারত
১৮ জুলাই ২০১৯ ১৩:৩৬
ঢাকা: ভারত সরকার প্রতি বছর বাংলাদেশের ১০০ জন অসুস্থ মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দিতে নতুন প্রকল্প চালু করেছে। এই সেবা পেতে আগ্রহীদের আগামী ২২ আগস্টের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ঢাকার ভারতীয় হাই কমিশন বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বার্তায় জানায়, এ প্রকল্পের আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে বাংলাদেশের অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এ বছরও ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে চিকিৎসাসেবা দেওয়া হবে।
চিকিৎসা সেবার বিষয়ে একটি বিজ্ঞাপন এরই মধ্যে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd ) এবং ১৬ জুলাই ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবেদনকারীদের ওয়েবসাইট দেখে নির্ধারিত ফরমে ২২ আগস্ট এর মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।
সারাবাংলা/জেআইএল/পিটিএম