Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: ডুবে গেছে রেল লাইন, গরু-মানুষের একসঙ্গে বসবাস


১৮ জুলাই ২০১৯ ১৪:৩০ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গাইবান্ধায়। ২১ বছর পর বন্যার পানি ঢুকেছে গাইবান্ধা শহরেও।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১৫০ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের পানির উচ্চতাও। এছাড়া বাদিয়াখাল-ত্রিমোহিনী এলাকায় রেল লাইন ডুবে যাওয়ায় বুধবার থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের চার জেলার সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে বিভিন্ন পয়েন্টে বাধ ভেঙে যাওয়ায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি মানুষের দুর্ভোগের পাশাপাশি দুর্ভোগ বেড়েছে গবাদি পশুর।

বিজ্ঞাপন

বিভিন্ন উচু জায়গায়, বাঁধে অথবা মাচা তৈরি করে রাখতে হচ্ছে এসব এলাকার মানুষের গবাদি পশু। গরু-ছাগলের সঙ্গে একই মাচায় রাত কাটাকে হচ্ছে মানুষের। সঙ্গে রয়েছে চোর-ডাকাতের উৎপাত। অধিকাংশ চারণভূমি ডুবে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে গবাদি পশুর।

সারাবাংলা/এমআই

গাইবান্ধা টপ নিউজ বন্যা রেল লাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর