Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক-সন্ত্রাস দমনে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


১৮ জুলাই ২০১৯ ১৫:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৫:৪১

ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা জেলা প্রশাসকদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এসব বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী তাদের কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার। তাই জেলা প্রশাসকদের এ বিষয়ে শুধু অভিযান নয়, জনসচেতনামূলক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

‘মাদক নির্মূলে আলাদা ফোর্স গঠনের দাবি ছিল জেলা প্রশাসকদের’- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যেহেতু পুলিশ সবসময় প্রশাসনকে সহযোগিতা করে সেহেতু আলাদাভাবে ফোর্স গঠনের প্রয়োজন নেই।’

‘নারী ও শিশু নির্যাতন রোধে জেলা প্রশাসকদের আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা’- এ ব্যাপারে তিনি জানান, এ বিষয়ে তাদের আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জেলা প্রশাসক স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর