রমনা বটমূলে বোমা: ইটিভির সাংবাদিক-কর্মকর্তাসহ ২ জনের সাক্ষ্য
১৮ জুলাই ২০১৯ ১৮:০৬
ঢাকা: রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় ইটিভির তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা নির্মল কান্তি বড়ুয়াসহ ২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। অপর সাক্ষী হলেন- ইটিভির সাংবাদিক মো. রাসেল হাওলাদার।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আদালত আগামী ১ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
এ নিয়ে মামলাটিতে চার্জশিটভুক্ত ৮৪ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের ১৭ জুন মো. আলাউদ্দিন খান নামে এক ব্যক্তি এ মামলায় সর্বশেষ সাক্ষ্য দেন। এরপর থেকে আর কোনো সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হননি। এমন পরিস্থিতিতে গত ২৫ এপ্রিল এ দুই সাক্ষীসহ মোট ১৩ সাক্ষীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বহু মানুষ আহত হন। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় ঘোষণা করেন আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং অন্য ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এছাড়া বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ৩০ নভেম্বর ১৪ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এরপর ২০০৯ সালের ১৬ এপ্রিল মামলাটিতে আদালত অভিযোগ গঠন করেন। এই মামলাতেও একই সংখ্যক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সারাবাংলা/এআই/এমও