Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশেমা বেগমের আসনে ভোট ১৮ আগস্ট


১৮ জুলাই ২০১৯ ১৮:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ১৮ আগস্ট ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সংরক্ষিত এ আসনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ জুলাই, বাছাই ২৮ জুলাই, প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট এবং ভোটগ্রহণ ১৮ আগস্ট। ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১০ জুলাই রুশেমা বেগম মারা যান। ১১ জুলাই এই আসন শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর ১৬ জুলাই নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠায় সংসদ সচিবালয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ভোট রুশেমা বেগম সংরক্ষিত নারী আসন

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর