Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগ, নিহত ৩৩


১৮ জুলাই ২০১৯ ১৮:৫৯

জাপানের কিয়োটো শহরের কিয়ো’আনি অ্যানিমেশন স্টুডিওতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। পুলিশ ৪১ বছর বয়স্ক সন্দেহভাজন অগ্নিসংযোগকারীকে আটক করেছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আগুনের এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ৭০ জন ভবনের ভেতরে ছিলেন। উদ্ধার তৎপরতা চলছে।

জাপানের এনএইচকে টেলিভিশন জানায়, ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। অগ্নিসংযোগকারী কেন এমন করলেন বা তার সঙ্গে অ্যানিমেশন স্টুডিও’টির সম্পর্ক তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কিয়ো’আনি অ্যানিমেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ ব্যক্তি প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড বিস্ফোরণে আগুন ধরে যায় ও তিন তলা ভবনটি ভস্মীভূত হতে থাকে।

একজন অগ্নিদগ্ধের বরাতে এনএইচকে জানায়, হামলাকারীকে বেশ রাগান্বিত ও অস্থির দেখাচ্ছিল। সে চিৎকার করে বলছিল, তোমরা চুরি করেছ! আমাকে নিঃশেষ করেছ।

তবে পুলিশ এ বিষয়ে এখনো মুখ খোলেনি।

সারাবাংলা/ এনএইচ

অগ্নিসংযোগ অ্যানিমেশন স্টুডিও জাপান

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর