Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইকে বাড়ে ‘চাপ’, ব্যবস্থা নিচ্ছে ইনস্টাগ্রাম


১৮ জুলাই ২০১৯ ১৯:৫৬

ছবিতে বা পোস্টে কে, কত বেশি লাইক পেল তা নিয়ে অনেকের মাথা ঘামানোর শেষ নেই। বেশি লাইক পাওয়ার এই প্রতিযোগিতা যে মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে তা বুঝতে পেরেছে ইনস্টাগ্রাম। আর তাই তো ইনস্টাগ্রাম পোস্টে লাইক অপশনটি লুকিয়ে রাখার কথা ভাবছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা বলা হয়। প্রাথমিকভাবে, অস্ট্রেলিয়া, জাপানসহ কিছু দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

ফেসবুকের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একজন পরিচালক জানান, আশা করি এই সিদ্ধান্তটি লাইকের চাপ কমাবে। যাতে আমরা শেয়ার করা ভালোবাসার বিষয়গুলোতে নজর দিতে পারি।

ইনস্টাগ্রাম জানিয়েছে, এতে তাদের কোনো ব্যবসায়িক ক্ষতি হবে না। কারণ ব্যবহারকারীরা নিজেদের পোস্টে লাইক সংখ্যা ঠিকই দেখতে পারবেন। ধীরে ধীরে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান ও ব্রাজিলের ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিজেরে ওপর ‘চাপ কমাতে’ সক্ষম হবেন বলে আশা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের

সারাবাংলা/ এনএইচ

ইনস্টাগ্রাম লাইক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর