Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার অফিস সম্পূর্ণ দুর্নীতিমুক্ত: চসিক মেয়র


১৮ জুলাই ২০১৯ ২০:৪৯ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ২২:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বলে দাবি করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে নগরীর তিনটি সড়ক উন্নয়নের দায়িত্ব পাওয়া ঠিকাদারদের সঙ্গে মতবিনিময়ে মেয়র একথা বলেন।

উন্নয়নের জন্য নির্ধারিত সড়ক তিনটি হচ্ছে- আরাকান সড়ক, বায়েজিদ বোস্তামি সড়ক এবং বিমানবন্দর সড়ক।

মেয়র আ জ ম নাছির উদ্দীন ঠিকাদারদের উদ্দেশে বলেন, ‘আমার অফিস সম্পুর্ণ দুর্নীতিমুক্ত। আপনারা আমাকে বলুন, আমার অফিসের অমুক ঘুষ দাবি করেছে, আমি ব্যবস্থা নিতে কার্পণ্য করব না। কেউ দুর্নীতি করে থাকলে আমাকে বলুন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনারা (ঠিকাদার) সক্ষমতার বাইরে কাজ নেবেন না। বেশি লাভের আশায় একসঙ্গে একাধিক কাজ না করে কাজের মান ঠিক রাখুন।’

বিজ্ঞাপন

মেয়র ঠিকাদারদের কোনো অনৈতিক কাজে না জড়ানোর আহ্বানও জানান।

সভায় মেয়র জানান, বায়েজিদ বোস্তামি সড়কে ২৪ কোটি টাকা এবং বিমানবন্দর সড়কে ৪১ কোটি টাকার কাজ চলমান আছে। আগামী ২৪ জুলাই আরকান রোড়ের উন্নয়ন কাজ শুরু হবে। তিনটি সড়কে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস হবে না বলে ঠিকাদারদের জানান মেয়র।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও ঠিকাদাররা ছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম মেয়র টপ নিউজ ঠিকাদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর