Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন রোববার


১৮ জুলাই ২০১৯ ২২:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: দ্বিতীয়বারের মতো বর্ণাঢ্য সমাবর্তনের আয়োজন করেছে চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার ইউনিভার্সিটি। এর আগে, ২০১৩ সালে প্রথম সমাবর্তনের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়টি।

আগামী রোববার (২১ জুলাই) চট্টগ্রাম নগরীর টাইগারপাসে নেভি কনভেনশন সেন্টারে সমাবর্তন অনুষ্ঠান হবে। সকাল ১০টায় শুরু হবে সমাবর্তনের মূল অনুষ্ঠান।

প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফীন সারাবাংলাকে জানান, সমাবর্তনে ইউনিভার্সিটির আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিতি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

বিজ্ঞাপন

এছাড়া অতিথি হিসেবে আরও থাকবেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ১ হাজার ১১২ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন শামসুল আরেফীন। চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর