ইরানের ড্রোন ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের
১৯ জুলাই ২০১৯ ১১:৩২
মার্কিন নৌযান ইউএসএস বক্সার হরমুজ উপকূলে ইরানের একটি ড্রোন ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে মার্কিন নৌযানের এক হাজার গজের মধ্যে ইরানের ড্রোনটি উড়ে এসে হুমকি দিলে পাল্টা পদক্ষেপ হিসেবে ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ইরানের ড্রোনটি ইউএসএস নৌযান বক্সারের এক হাজার গজের মধ্যে উড়ে এসেছিল। এরপর সেটিকে কয়েকবার সরে যেতে বলা হলেও তারা এই নির্দেশ অবজ্ঞা করেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লোকবল, স্থাপনা ও নিজেদের স্বার্থরক্ষার জন্যই ড্রোনটিকে তৎক্ষণাৎ ধ্বংস করে দেয়া হয়েছে।’
আন্তর্জাতিক জলসীমায় মার্কিনি জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে ইরানের ধারাবাহিক উস্কানির অংশ হিসেবেই এটিকে দেখছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ট্রাম্প।
এ ব্যাপারে পেন্টাগনের মুখপাত্র কমান্ডার রেবেকা রেবারিচ বলেন, ‘হরমুজ উপকূলে মার্কিন নৌযানের কাছে উড়ে আসা একটি ড্রোনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে ইউএসএস বক্সার। আমরা ড্রোনটিকে ইরানের বলে শনাক্ত করতে পেরেছি।’
যুক্তরাষ্ট্র ড্রোন ধ্বংস করার দাবি করলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত ড্রোন হারানোর কোন খবর আসেনি।’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও এর মিত্রশক্তির ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। এর আগে, গত মাসে ইরান আকাশসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করার কারণ দেখিয়ে একটি মার্কিন ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছিল।
সারাবাংলা/ওএম