Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু


১৯ জুলাই ২০১৯ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। হতাহতরা হলেন মো. ভানু মিয়া (৪৬) ও তার ছেলে সুমন মিয়া (১৭)। তারা ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৯ জুলাই) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রৌয়া হাওরে মাছ ধরতে গিয়ে তাদের মৃত্যু হয়। জামালগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সারাবাংলাকে জানান, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে পিতা ও পুত্র ছোট নৌকা নিয়ে গ্রামের পাশে রৌয়া হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাতের সাথে হঠাৎ বজ্রপাতে দুইজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন হাওর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ওএম

পিতা ও পুত্রের মৃত্যু বজ্রপাত মাছ ধরতে যেয়ে