কিশোর গ্যাংয়ের অর্ন্তদ্বন্দ্বে প্রাণ গেল তরুণের
১৯ জুলাই ২০১৯ ১৩:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কথা কাটাকাটির জের ধরে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই তরুণ নগরীর পাহাড়তলী এলাকার একটি ‘কিশোর অপরাধী গ্যাংয়ের’ সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) গভীর রাতে নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িত দুই কিশোরকে গ্রেফতার করেছে।
নিহত মোবারক হোসেন (২০) দক্ষিণ কাট্টলী মুরগী ফার্ম এলাকার মোশারফ হোসেনের ছেলে।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মো. রুবেল (১৮) ও মো. হৃদয় (১৭) নামে দুজনকে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান সারাবাংলাকে জানান, ভিকটিম ও হত্যাকারীরা সবাই একই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন এলাকায় ঘুরে চুরি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে।
ওসি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে সিডিএ গরুর বাজারের বিপরীতে বসে গল্প করছিল মোবারক, রুবেল, হৃদয়সহ আরও কয়েকজন কিশোর। এসময় তাদের করা আগের একটি ছিনতাইয়ের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক রুবেলকে থাপ্পড় দেয়।’
পরে রুবেল একই গ্যাংয়ের আরও কয়েকজনকে এনে মোবারককে মারধর করে। একপর্যায়ে বাঁশ দিয়ে রুবেলকে আঘাত করলে তার চোয়াল ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানান ওসি।
রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাতে কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এমআই