Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০টি মিথ্যা হরহামেশা! নিজেরগুলো মিলিয়ে নিন


১৯ জুলাই ২০১৯ ১৬:১৭ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ০৮:১১

মিথ্যা বলা মহাপাপ। এটাই সবাই জানে। ছেলেবেলায় সবাইকে মিথ্যা না বলতেই শেখানো হয়। কিন্তু তাতে কি মিথ্যা বলা বন্ধ করা গেছে। হরহামেশাই আমরা মিথ্যাচার করি। সময়টাই এমন- কিছু মিথ্যা বলা হয়েই যায়। একটি শব্দ এসেছে- বলা হয় সাদা মিথ্যা (হোয়াইট লাই)। এগুলো ছোটখাটো, যার কোনও নেতিবাচক বা ক্ষতিকর প্রভাব কিছু নেই। আবার কিছু কথা রয়েছে যা বললে অন্য জনের কষ্ট কিছুটা লাঘব করা যায়, অন্যের অনুভূতিতে আঘাত লাগে না, সেসব ক্ষেত্রে দুয়েকটি মিথ্যা বলা চলে। আবার কেউ কেউ গল্পটিতে আরেকটু রঙ চড়াতেও টুকটাক মিথ্যার আশ্রয় নেন। আর এসব যে খুব একটা ভেবেচিন্তে কেউ করছে, তাও নয়। কথায় কথায় বিষয়টি এসে যায়। ব্যক্তি মানুষটি তা টেরও করতে পারেন না। এতে যে কেউ খারাপ হয়ে যাবেন তাও নয়। এটুকু মিথ্যার পরেও মানুষটি একটি ভালো মানুষ বলেই বিবেচিত হন। আসুন নিচের ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক- এ যুগে কোন মিথ্যাগুলো আমরা হরহামেশা করি। মিলিয়ে নিতে পারেন নিজের করা মিথ্যাগুলোও….

বিজ্ঞাপন

রাস্তায় ভীষণ যানজট….

তোমার নাতো… দোষটা আমারই!!

ইয়াম্মি!!! খেতে বেশ হয়েছে….

এইতো পৌঁছে গেছি…

ডোন্ট ওরি…. ইটস ওকে

তাহলে বোধ হয় মেইলটা স্প্যামে গেছে…

আমি ঠিক আছি….

এটা নিয়ে আমি আগেই প্ল্যান করে রেখেছি…

স্যরি… ভুলে গিয়েছিলাম

ঠিক এই কথাটিই আমি তোমাকে বলতে চেয়েছিলাম….

ইসস্‌ বাচ্চাটা কি কিউট!!

নিশ্চয়ই চিনেছি… চিনবো না কেনো…

আরে ভীষণ ব্যস্ত ছিলাম…

জাস্ট কিডিং….

তোমাকে বেশ মানিয়েছে…

আরে না… আমরা স্রেফ বন্ধু

না তেমন দামি কিছু নয়…

আর বলো না… একদম সময় নেই
তোমাকে তো সেখানে দেখলাম না…
অনেক আগে কোথায় যেনো পড়েছিলাম…

সারাবাংলা/এমএম

মিথ্যা মিথ্যাচার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর