Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ


১৯ জুলাই ২০১৯ ১৮:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে রামগড় থানায় এই অভিযোগের বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী কিশোরী। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ জানান, অভিযোগ আমলে নিয়ে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

কিশোরীর বরাতে পুলিশ জানায়, গত ২ জুলাই রাতে কিশোরীর রুমে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে তার বাবা। এরপরও আরও একাধিকবার তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ঘটনাটি মা-কে বলার পরও কোনো প্রতিকার না পেয়ে স্থানীয়দের জানায় সে। পরে স্থানীয়রা মা ও মেয়েকে বৃহস্পতিবার রাতে রামগড় থানায় নিয়ে আসে।

পুলিশ সুপার মো. ফরহাদ জানান, অভিযোগ দায়ের করতে আসার পর পুলিশ মা ও মেয়েকে আলাদা করে এবং একসাথে জিজ্ঞাসাবাদ করেছে। অভিযুক্ত পলাতক বাবাকে আটকের চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

খাগড়াছড়ি টপ নিউজ ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর