Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত


১৯ জুলাই ২০১৯ ২১:৫৮

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) চট্টগ্রামের দি কিং অব চিটাগং সেন্টারে এই সম্মেলন হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস, মুহাম্মদ কায়সার আলী, মো. আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবালসহ অন্যরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল হাসান বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক। দেশে শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অর্জন করে ইসলামী ব্যাংক বিশ্বমঞ্চে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে চলেছে।’ ব্যাংকের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে তিনি সবাইকে আরো বেশি নিবেদিত হয়ে উন্নত গ্রাহকসেবা দেওয়ার নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, ‘ইসলামী ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত শক্তিশালী ব্যাংক। এই ব্যাংকের আমানত ২০১৯ সালের প্রথম ছয় মাসে ৫ হাজার কোটি টাকা বেড়ে প্রায় ৮৭ হাজার কোটি টাকা হয়েছে।’

সম্মেলনে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী, ৪৯টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

ইসলামী ব্যাংক সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর