Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ট্রাম্পের কাছে প্রিয়া সাহার করা অভিযোগ খতিয়ে দেখব’


২০ জুলাই ২০১৯ ০৭:৪১

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গত ১৮ জুলাই এক সাক্ষাতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা অভিযোগ করে বলেন, বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানের ওপর নিপীড়ণ চলছে। এরা গুম হয়েছে নয়তো নিখোঁজ রয়েছে। নিজেদের দেশে থাকতে চান বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে আকুতিও জানিয়েছেন প্রিয়া সাহা।

বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নিপীড়নের শিকার ব্যক্তিদের সঙ্গেই কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এতে বাংলাদেশ থেকে অংশ নেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা।

বিজ্ঞাপন

বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে মূলধারার সংবাদমাধ্যমেও উঠে এসেছে। তার তার ভিত্তিতে প্রতিক্রিয়া দিচ্ছেন দায়িত্বশীল ব্যক্তিরা। প্রিয়া সাহার এমন অভিযোগ প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘এমন একটি বক্তব্যের তীব্র নিন্দা জানাই। প্রিয়া সাহা কেন এটা করলেন তা খতিয়ে দেখা হবে।’

যা বলেছেন প্রিয়া সাহা

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শুক্রবার (১৯ জুলাই) ঢাকার মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরে এক অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় একে অপরকে শ্রদ্ধা করে। প্রিয়া সাহার অভিযোগ সঠিক নয়। এ অঞ্চলের প্রধান ইস্যুগুলো কী তা যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে।’

প্রিয়া সাহা’র বক্তব্যের ভিডিও

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার সংস্থায় একাধিকবার ভরা হাউসে পৃথিবীর সব দেশের এবং বাংলাদেশ ও বাইরের দেশের এনজিওদের মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। যেখানে শ্রদ্ধেয় রানা দাশ গুপ্তর মতো মানুষেরাও উপস্থিত ছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে দেয়া প্রিয়া সাহার অভিযোগের মতো কোন অভিযোগ বা প্রশ্ন কাউকে করতে দেখিনি।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘তার অভিযোগুলোও সরকার গুরুত্বের সাথে নেবে এবং খতিয়ে দেখবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে টাম্পও জানেন যে তার কাছেও মিথ্যা অভিযোগ করা হয়। মার্কিন প্রশাসন তাদের এখানকার দূতাবাসের মাধ্যমেই প্রতিনিয়ত তথ্য পেয়ে থাকে এবং আমরা সার্বক্ষণিক যোগাযোগে থাকি।’

তিনি আরো বলেন, প্রিয়া সাহার সমালোচনা করতে গিয়ে অনেকে বিভিন্ন সম্প্রদায়ের সমালোচনা করছেন। এটাও ঠিক নয়। যেমনটি নয় প্রিয়া সাহার করা অভিযোগ। সমাজের সকল স্তরে যার বিচরণ এবং সরকারের বিভিন্ন মহলের সাথে যার যোগাযোগ তার এইরকম আচরণ গ্রহণযোগ্য নয়।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্মীয় সম্প্রতির এক উজ্জ্বল দৃস্টান্ত বাংলাদেশ। অনেকেই ব্যক্তিস্বার্থে বা না বুঝে এটার ক্ষতি করে ফেলেন। সবার উচিত এইধরনের কাজ থেকে বিরত থাকা।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এক অনুষ্ঠানে বলেছেন, ‘ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ চক্রান্তের অংশ’

সারাবাংলা/জেআইএল/এমএম

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প প্রিয়া সাহা শাহরিয়ার আলম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর