Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন দেশে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ১০০০ ছাড়িয়েছে


২০ জুলাই ২০১৯ ১৬:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা  ১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে এশিয়ার দেশ ফিলিপাইনে ৪৫৬ জন মারা গেছেন। এছাড়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু দেশ যেমন মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া ও নিকারাগুয়ায় মৃত্যু হয়েছে অন্তত ৬০২ জনের। সবমিলিয়ে ডেঙ্গুতে হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। খবর স্ট্রেইট্সটাইম ও আউটব্রেকনিউজের।

ইতোমধ্যে জাতিসংঘ বলছে, পশ্চিম গোলার্ধের দেশগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখের বেশি। তবে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, ওই অঞ্চলে অন্তত ১৪ লাখ ডেঙ্গু জ্বরের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।

এরমধ্যে শতকরা ৮৬ ভাগই হচ্ছে ব্রাজিল (১২ লাখ), কলম্বিয়া (৬১ হাজার), নিকারাগুয়া, (৪৬ হাজার) ও মেক্সিকোতে (৩০ হাজার) আক্রান্ত ডেঙ্গু রোগী। ওই অঞ্চলে মৃতের সংখ্যা ৬ শ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এশিয়ার ফিলিপাইনে ডেঙ্গুর কারণে ইতোমধ্যে জরুরি জাতীয় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অন্তত ১ লাখ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী রয়েছেন। মারা গেছেন ৪৫৬ জন।

সারাবাংলা/এনএইচ

আমেরিকা মহাদেশ টপ নিউজ ডেঙ্গু জ্বর পশ্চিম গোলার্ধ ফিলিপাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর