জবি ছাত্রলীগের সম্মেলনে শিক্ষার্থীর মৃত্যু
২০ জুলাই ২০১৯ ২২:২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সম্মেলনে অসুস্থ হয়ে সুলতান মো. ওয়াসি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইংরেজি বিভাগে ১১তম ব্যাচের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী। শনিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জবি সহকারী প্রোক্টর ড. মোস্তফা কামাল বলেন, ওই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাই। সেখানে ইসিজি করে কর্তব্যরত ডাক্তার বলেন, আমরা তার কোনো পালস পাচ্ছি না। আমি বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছিলাম। পরে যোগাযোগ করা হলে ওই শিক্ষার্থীর সাথে থাকা আরেক জবি শিক্ষার্থী বলেন, আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না।
আরও পড়ুন: শোভন-রাব্বানীর জন্য অপেক্ষায় থাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, জবির ছাত্রলীগ সম্মেলনের শুরু থেকে ক্যাম্পাসে সুস্থ-স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে দেখা গেছে ওয়াসিকে। হঠাৎ করেই সম্মেলনস্থলের মূল মঞ্চের সামনে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে-সঙ্গেই তাকে জবি ক্যাম্পাসের পাশেই ন্যাশনাল মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয়।
শাখা ছাত্রলীগের সম্মেলনের এসে শিক্ষার্থীর মৃত্যুর ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াসির সহপাঠীরা। তারা বলেন, সম্মেলন শুরু হওয়ার কথা ১১টায়। সেখানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসার প্রায় আড়াই ঘণ্টা পরে ক্যাম্পাসে আসে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
তারা জানান, ১১টার সম্মেলন শুরু হয় বিকেল তিনটায়। প্রচণ্ড গরমে অন্তত সাড়ে চার ঘণ্টা অপেক্ষায় থেকে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে টানা ৭-৮ ঘণ্টার গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে ওয়াসি মৃত্যুবরণ করে বলে দাবি সহপাঠীদের।
এদিকে, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে জবির ১৩ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাফিত পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে ভর্তি রয়েছেন।
সারাবাংলা/এনএইচ