Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় লাখো মানুষ পানিবন্দি, প্লাবিত নতুন নতুন এলাকা


২১ জুলাই ২০১৯ ১৩:৪৩

গাইবান্ধা: বাঙ্গালী নদীতে পানি বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে হুমকির মুখে পড়েছে গাইবান্ধার ১০টি ইউনিয়ন। তীব্র স্রোতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া ও কাজী পাড়ায় ধসে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

ইতোমধ্যে এসব ইউনিয়নের ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে গেছে। মহিমাগঞ্জ-বোনারপাড়া সড়কে দেওয়ান ব্রিজের সামনের অংশের মাটি সরে খাদ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিঘ্নিত হচ্ছে রেল যোগাযোগও।

বিজ্ঞাপন

গাইবান্ধা সদর উপজেলা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলার ৫৮টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় পানিবন্দি হয়ে পড়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৩২৮ জন মানুষ। এসব এলাকায় ১৬৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নিয়েছেন ৭১ হাজার ২৪ জন।

সারাবাংলা/এটি

পানিবন্দি বন্যা যোগাযোগ বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর