Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গণপিটুনি


২১ জুলাই ২০১৯ ১৮:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: ছেলেধরা সন্দেহে এবার গণপিটুনির শিকার হয়েছেন বগুড়ার এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। রোববার (২১ জুলাই) সকাল ১০টার দিকে বগুড়ার আদমদীঘির সান্তাহারের লকুকলোনী এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মানসিক ভারসাম্যহীন আফজাল হোসেনকে (৪২) উদ্ধার করে।

আফজালের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামে।

সাজাপুর গ্রামের ইউপি সদস্য শফিক উদ্দিন জানান, আফজাল হোসেন দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। সবশেষ ১০ দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তাকে আদমদীঘি এলাকায় পাওয়া যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে স্থানিয়রা গণপিটুনি দিচ্ছে খবর পেয়ে দ্রুত সেখানে যান তারা। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তির নাম আফজাল হোসেন, তিনি মানসিক ভারসাম্যহীন।

বিজ্ঞাপন

কোথাও সন্দেহজনক কাউকে দেখলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতেও অনুরোধ করেন এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

গণপিটুনি টপ নিউজ মানসিক ভারসাম্যহীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর