Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্য ও ইরানের মধ্যকার বেতারবার্তা ফাঁস


২১ জুলাই ২০১৯ ১৭:৩০

যুক্তরাজ্যের পতাকাধারী তেলের ট্যাংকার স্টেনা ইম্পেরো হরমুজ প্রণালিতে জব্দ হওয়ার কিছুক্ষণ আগে বেতারবার্তা আদান প্রদান হয় রাজকীয় নৌবাহিনী এবং ইরানের সশস্ত্র বাহিনীর দুইটি জাহাজের মধ্যে। সেই বেতারবার্তার একটি রেকর্ডিং রোববার (২১ জুলাই) বিবিসি প্রকাশ করেছে।

সেই বেতারবার্তায়, ইরানের সশস্ত্র বাহিনীর জাহাজ থেকে রাজকীয় নৌবাহিনীর জাহাজ এইচএমএস মন্টরোজকে বলা হয় নিরাপত্তার খাতিরে তারা স্টেনা ইম্পেরো পরিদর্শন করতে চায়।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী টোবিয়াস এলউড বিবিসিকে বলেন, তেলের ট্যাংকার জব্দ করার প্রতিউত্তরে ইরানের ব্যাপারে নিষেধাজ্ঞার কথা ভাবা হচ্ছে।

লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনিজাদ এক টুইটার বার্তায় বলেন, উত্তেজনা ছড়ানোর জন্য এটা ভালো সময় নয়। এখন উত্তেজনা ছড়ানো যেমন নির্বুদ্ধিতা তেমনি ভয়ংকর। যদিও ইরান যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময়ই প্রস্তুত।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী অবৈধভাবে জব্দ করা ব্রিটিশ ট্যাংকারটি ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি আরও বলেছেন সংসদ সদস্যদের সোমবার (২২ জুলাই) এ বিষয়ে সরকার গৃহীত পদক্ষেপের ব্যাপারে জানানো হবে।

সারাবাংলা/একেএম

ইরান যুক্তরাজ্য স্টেনা ইম্পেরো হরমুজ প্রণালি

বিজ্ঞাপন
সর্বশেষ

গোলমরিচ যেভাবে দ্রুত ওজন কমায়
২০ অক্টোবর ২০২৪ ১৫:৫১

সম্পর্কিত খবর