Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসাম-বিহারে ভয়াবহ বন্যা, ১৫০ জনের প্রাণহানি


২১ জুলাই ২০১৯ ১৭:২১

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ভারতের আসাম ও বিহার রাজ্যে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়, শনিবার (২০ জুলাই) পর্যন্ত বন্যায় আসামে ৫৯ জনের মৃত্যু হয়েছে আর বিহারে মারা গেছেন ৯৭ জন। এছাড়া পাঞ্জাবের ৭ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আসামে বন্যায় অন্তত ৩ হাজার গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪ লাখেরও বেশি মানুষ। রাজ্যের ৬৮৯টি রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়ার সংখ্যা কমপক্ষে ১.৩২ লাখ। এছাড়া, মারা গেছে অনেক বন্যপ্রাণী। বিশ্বঐতিহ্য কাজিরাঙা ন্যাশনাল পার্ক বন্যার পানি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিহারে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিতামারহি জেলা। সেখানে ২৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে ত্রাণ বিতরণ কর্মসূচি জোরদার করা হয়েছে। বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা ১২টি।

এছাড়া বন্যা আঘাত হানতে শুরু করেছে পাঞ্চাব ও হরিয়ানায়। পাঞ্চাবের ৭ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চণ্ডীগড়ে শনিবার হয়েছে ২ মিলিমিটার বৃষ্টিপাত।

সারাবাংলা/ এনএইচ

আসাম বন্যা বিহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর