Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত এলাকায় ২ ইরানি সৈন্যকে গুলি করে হত্যা


২১ জুলাই ২০১৯ ১৮:৪১

বন্দুকধারীর হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের দুই সৈন্যের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুলাই) পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই হামলায় আরও দুই সৈন্য আহত হয়েছেন।

ইরানের গণমাধ্যমে বরাতে এসব তথ্য জানায় লন্ডনভিত্তিক আসরাখ আল-আসওয়াত।

আরও পড়ুন: যুক্তরাজ্য ও ইরানের মধ্যকার বেতারবার্তা ফাঁস

ইরান সংলগ্ন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চরমপন্থিরা প্রায়ই হামলা চালিয়ে থাকে। তাদের হামলায় এর আগেও ইরানি সৈন্যের মৃত্যু হয়েছে। এই হামলার দায়িত্ব স্বীকার করেছে দ্য জয়িশ আল আদল গ্রুপ। তারা সংখ্যালঘুদের অধিকার দাবি করে আসছে।

ইরানের কর্তৃপক্ষ এসব হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে। অভিযোগ রয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উদাসীনতার জন্য সীমান্ত পেরিয়ে চরমপন্থি সংগঠনগুলো ইরানি সৈন্যদের ওপর হামলা চালায়।

সারাবাংলা/এনএইচ

ইরান পাকিস্তান সেনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর