Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান অগ্রণী ব্যাং‌কের সাবেক ম্যানেজার গ্রেফতার


২১ জুলাই ২০১৯ ১৯:৩০

‌বান্দরবান: অর্থ আত্মসাতের অভিযোগে বান্দরবান বাজার শাখার অগ্রণী ব্যাং‌কের সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যাকে (৫৯) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ জুলাই) সকালে চট্টগ্রা‌ম নগরীর জিইসি মোড়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যার বাড়ি রাঙ্গামা‌টির কাপ্তাইয়ের বরইছড়ি এলাকায়।

দুদক কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম জানান, বান্দরবানের ডলুপাড়া, বাকীছড়াসহ সদর উপজেলায় আদা ও হলুদ চাষীদের কাছে ঋণ বিতরণের নামে নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ আরো কয়েকজন মিলে ২৮ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। সেখান থেকে চাষীদের মাত্র ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে বাকি ২৭ লাখ ৭০ হাজার টাকা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাটি অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় রোববার দায়ের করা মামলায় নিবারন চন্দ্র তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান মাহবুবুল আলম।

সারাবাংলা/এসএমএন

অগ্রণী ব্যাংক গ্রেফতার বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর