ঢাকা: রাজধানী ঢাকার ভয়াবহ যানজট দূর করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাস্টারপ্ল্যান করে আগামী তিন মাসের মধ্যে তা আদালতে দাখিল করতে বলা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা একটি আবেদনে শুনানি নিয়ে রোববার (২১ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১৫ মে ঢাকার যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।
রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পরিকল্পনা সচিব, অর্থ সচিব, পরিবেশ সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা সিটির দুই মেয়র, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘যানজটে বছরে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করা হয়।
সারাবাংলা/এজেডকে/এমও